বাসবো ভালো
একশোয়েরো অধিক বছর
কথা দিলাম।
পাখির মতো
মুক্ত স্বাধীন
ফুলের মতো
রঙে রঙিন
ঝড়ের মতো
ওলট পালট
নদীর মতো
দু-কূল ভাসা
বাসবো ভালো
কথা দিলাম।
দূর আকাশের
নীলের মতো
বিস্তারিত সবুজ ঘাসের
শয্যা যেমন
তেমন করে বাসবো ভালো
তোমায় আমি
কথা দিলাম।
http://www.thebookseller.com/tags-bookseller/ahmedur-rashid-chowdhury
আহারে ! কবিরা ব্যবসায়ী হলে যা হয়। প্রসববেদনাহীন বছর ঘুরে যায...
উত্তরমুছুনপ্রসববেদনাহীন আরো একটা বছর ঘুরে যায...
উত্তরমুছুন