মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০০৯

প্রেমের কবিতা

কতদিন কতরাত্রির কোলাহল জমিয়ে রেখেছি তুলে
ফুলতোলা ফোনের রিসিভারে
তুমি আর আমি আমি আর তুমি
পূড়িয়েছি কত কাঠখড় স্বপ্নের নীলকন্ঠ ধূপে
সমুদ্রস্নানের পরে পুনরায় ঝর্ণার হিম স্তব্ধতায় হয়েছি বিশুদ্ধ আরো
তারপর তারও বহুপরে এক বৃষ্টি সন্ধ্যার ভোজে
রুপোচাঁদে ডুবে ভেসেছি সংসারে
আজ বহুদিন পরে
ঢাকার লুকোচুরি বৃষ্টির ভেতরে,সন্ধ্যায়
পুনরায় লেকের পাড় ধরে যেতে যেতে
আবারো ছুঁয়েছি আমরা তোমাকে আমাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

The Bookseller

http://www.thebookseller.com/tags-bookseller/ahmedur-rashid-chowdhury