বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০০৯

চিত্রকল্পদ্রুম

সারারাত ভেঙ্গে ভেঙ্গে গেছে একটি রুপালি ডানার চাঁদ
রক্ত ও বরফে জমাট বেধেছে শিশুদের হলুদ উপাস
ফুটপাতগুলো সব সরে দাঁড়িয়েছে
ঘর ঘুমাচ্ছে,ফ্রীজ-টিভি চুপচাপ,শুধু জেগে আছে আমার ফুসফুস
জানালার আলোগুলো সহমরণে গেছে অন্ধকবরের সাথে
তরুণ বৃক্ষরা রাত জেগে পাহারা দেয় অসহায় পাতা ও শেকড়
দৌড়ে ধরতে পারিনি
পালিয়ে গেছে মতিঝিলের ছিলান সড়ক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

The Bookseller

http://www.thebookseller.com/tags-bookseller/ahmedur-rashid-chowdhury