বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

অনুধাবন

নিজেকে হত্যা করছি একের পর এক
একের পর এক নিজেকে হত্যা করে খুঁজছি
পরবর্তী নিঃশ্বাস, অমল অম্ল শ্বাস
চোখের পাতায় বিবাগি বকের মতো বিষাদ
বসে থাকে; বসে আছে জগতের সমুদয় চাপ
যারা এসেছিলো, তারা চলে গেছে সব
উপচানো নদীটাও যেন জমানো বরফ
বরফের পথ ধরে হাঁটি আর খুঁজি
শুধু কিছু বাঁচার বাতাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

The Bookseller

http://www.thebookseller.com/tags-bookseller/ahmedur-rashid-chowdhury