শেষ
চিঠিটা লেখা হয়ে গেলে, আবার যখন লিখতে হয়
ঠিক
তখনি ছলকে উঠে মৃত্যু এবং বাঁচার ভয়
মুন্ডুখেকোরা
বেঁচে থাক তবে
নতমুখো
প্রেম যাক কবরে
শরগোলে
ভরা বিশ্ব-মাঝারে, আড়ালে থাকুক সেই কারিগর
যার
কারুকাজ ললাটে তোমার, না থাক তাহার তার কোনো ঘর
চাপাতির
কোপ গলায় জড়িয়ে
মৃত্যুতে
সে যাক হারিয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন