আমার সাথে এখানে
আজ, পথ হারালো
আধখানা চাঁদ
আমি হারিয়ে ফেলেছি আমার শহর
আমি হারিয়ে ফেলেছি আমার বিহঙ্গ-মন্দ্র স্বর
আমার নিরবতাই আহা যেন এক সেতার
হারিয়ে ফেলেছি আমি পথ হাঁটা স্বপ্নের শহর
আমার অস্থিরতায় আজ, যেন বাজে দূর্বা দলের ঘাস…
আমি হারিয়ে ফেলেছি আমার শহর
আমি হারিয়ে ফেলেছি আমার বিহঙ্গ-মন্দ্র স্বর
আমার নিরবতাই আহা যেন এক সেতার
হারিয়ে ফেলেছি আমি পথ হাঁটা স্বপ্নের শহর
আমার অস্থিরতায় আজ, যেন বাজে দূর্বা দলের ঘাস…
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন