ডানায় ধারণ করে পুরোটা আকাশ
একটি হাঁস, ধবল, শাদা হাঁস এক
ভেসে যাচ্ছে
উড়ে যাচ্ছে
দূর থেকে দূরে বুকে খয়েরি পালকের হাঁস যাচ্ছে
বদলে যাচ্ছে আকাশের রঙ
মেঘগুলো কখনো সেতার, কখনো গিটার
তারপর যে যার মতো
আকাশ আর হাঁস
অস্পষ্ট, অদৃশ্য নিঃশ্বাস
একটি হাঁস, ধবল, শাদা হাঁস এক
ভেসে যাচ্ছে
উড়ে যাচ্ছে
দূর থেকে দূরে বুকে খয়েরি পালকের হাঁস যাচ্ছে
বদলে যাচ্ছে আকাশের রঙ
মেঘগুলো কখনো সেতার, কখনো গিটার
তারপর যে যার মতো
আকাশ আর হাঁস
অস্পষ্ট, অদৃশ্য নিঃশ্বাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন