আমি আমার নাম রেখেছিলাম ঘাস।
আমি বলতাম;
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে।
আবার আরেকটা নাম রাখলাম আজ; গ্রিস।
আমাকে ডেকো ঘাস নামে, ডেকো গ্রিস নামে।
আমি বলতাম;
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে।
আবার আরেকটা নাম রাখলাম আজ; গ্রিস।
আমাকে ডেকো ঘাস নামে, ডেকো গ্রিস নামে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন