বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

ঘুমের শহরে

ঘুমের শহরে প্রবেশ করেছি আজ
প্রবেশ করেছি ঘুমের স্থাপত্য ঘেরা শহরে
এখানে সব কিছুই ঘুম
থাকার জায়গাগুলো সব ঘুমের নামে নাম
রেস্টুরেন্ট কিংবা পানশালা, ঘুম ছাড়া সবই অচল
সবুজাভ ঘুম, জল আর হাওয়া বয়ে যায় শহরে
এমন পরিচ্ছন্ন ঘুমের শহরে আমি আজ অতিথি
একটি সেমিনার
একটি বইমেলা
একটি কবিতা পাঠের আসর
আমি জানি, কোথাও আমি ঘুম থেকে বেরুতে পারবো না
কয়েকটি ঘুমনদী আছে শহরে, আমি জানতাম
সবগুলো ছুঁয়ে যাওয়ার সময় বের করেছি
আহা! আমি আজ ঘুমের শহরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

The Bookseller

http://www.thebookseller.com/tags-bookseller/ahmedur-rashid-chowdhury